সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

জুভেন্টাসকে বিদায় করে শেষ চারে আয়াক্স

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: নতুন চ্যালেঞ্জ নিতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউরোপিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের হয়ে টানা তিন মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রোনালদোর লক্ষ্য ছিলো জুভেন্টাসের হয়েও অভিন্ন সাফল্য পাওয়া।

কিন্তু তা আর হলো কই? চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে শেষ আটেই ছিটকে গেল রোনালদোর জুভেন্টাস। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চারের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স।

তবে চেষ্টার কমতি ছিলো না রোনালদো। শেষ ষোলোর প্রথম লেগে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা জুভেন্টাসকে দারুণ এক হ্যাটট্রিক করে কোয়ার্টারে তুলেছিলেন রোনালদোই। এমনকি কোয়ার্টারেও আয়াক্সের বিপক্ষে দুই লেগ মিলে করেছেন ২টি গোল। তবু দলকে নিয়ে যেতে পারেননি সেমিফাইনালে।

শেষ আটের প্রথম লেগের ম্যাচে আয়াক্সের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে আসায় জুভেন্টাসের পক্ষে বাজি ধরার লোকই ছিলো বেশি। কিন্তু সব হিসেবনিকেশ পাল্টে দিয়ে জুভেন্টাসের ঘরের মাঠ থেকে ২-১ গোলের জয় এবং দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে জিতে সেমির টিকিট নিয়েই বাড়ি ফিরেছে তরুণ তুর্কিদের দল আয়াক্স।

অথচ ম্যাচের প্রথম গোলটা করেছিল জুভেন্টাসই। প্রথম লেগের মতোই দারুণ এক হেডে ম্যাচের ২৮তম মিনিটে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মিরালেম পিয়ানিচের কর্নারে রোনালদোর হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। চলতি আসরে যা রোনালদোর ষষ্ঠ এবং সবমিলিয়ে রেকর্ড ১২৬তম গোল।

juventus

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি আয়াক্সকে। মিনিট ছয়েক বাদেই ম্যাচে সমতা ফেরান ডাচ ফরোয়ার্ড ডন ফন ডি বিক। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন হাকিম জিয়েচ। সেটি প্রতিহত হয় ডিফেন্ডারদের গায়ে, পেয়ে যান ফাঁকায় থাকা ডি বিক। ঠাণ্ডা মাথার শটে দলকে সমতায় বসান ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষে থাকে ১-১ এবং দুই লেগ মিলে ২-২ সমতা। ম্যাচের ফলাফল এমন থাকলে দেয়া হবে অতিরিক্ত ত্রিশ মিনিট, সেটিতেও ফল অপরিবর্তিত থাকলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে। কিন্তু এতো সব সমীকরণে ঘোর আপত্তি ছিলো আয়াক্স অধিনায়ক ম্যাথিজ ডি লিটের।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে আয়াক্সকে সেমিফাইনালের টিকিট এনে দেয়া গোলটি করেন ডি লিট। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করে বল জালে জড়ান তিনি। এগিয়ে যায় আয়াক্স, পেয়ে যায় ম্যাচ জেতার রসদ। নেদারল্যান্ডসের দলটি গোল করেছিল আরও একটি। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যাওয়া ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির বার্সেলোনা।

বাংলা৭১নিউজ/এইচ.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com