বাংলা৭১নিউজ,ডেস্ক: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহীর পদ থেকে মার্ক জুকারবার্গ এবং সিওও শ্রেয়াল সেন্ডবার্গকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিলিয়নার এবং চিন্তাবিদ জর্জ সরস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিজ্ঞাপন ফেসবুকে রাখার বিষয়ে বিতর্ক তৈরি হওয়ার মুহূর্তে তিনি এ ধরনের আহ্বান জানালেন।
জানা গেছে, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান পদে আছেন সরস। ফিন্যান্সিয়াল টাইমসকে লেখা এক চিঠিতে জুকারবার্গেল পদত্যাগ চেয়েছেন তিনি।
তিনি লিখেছেন, মার্কিন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো বাতিলের অপেক্ষায় ফেসবুকের বিধিবিধানের জন্য বিলম্বের দরকার নেই। জুকারবার্গের সহায়তায় ডোনাল্ড ট্রাম্প আবারো ক্ষমতায় আসতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এর আগে গত মাসেও জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ করেন সরস। তখনো ট্রাম্পের সঙ্গে জুকারবার্গের গোপন সম্পর্কের অভিযোগ করেছিলেন। ট্রাম্পকে আবারো জিতিয়ে দিতে ফেসবুকে ইতিবাচক আধেয় বাড়িয়ে দেওয়া কিংবা তার বিরুদ্ধমত দাবিয়ে রাখার অভিযোগ রয়েছে জুকারবার্গের বিরুদ্ধে।
বাংলা৭১নিউজ/এইচএম