শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াত আমির ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠক: ঐক্যমত্য হলো না বাজার: বোতলজাত সয়াবিনের সংকট, বেড়েছে লেবুর দাম গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা একুশের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন অমর একুশে ফেব্রুয়ারি আজ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার দিনদুপুরে কুপিয়ে টাকা নিল ছিনতাইকারী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা অর্থ পাচার: বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের নামে মামলা এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

জীবিত বা মৃত মশা ধরে দিলেই মিলবে নগদ পুরস্কার!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জীবিত বা মৃত মশা ধরে দিলেই মিলবে নগদ অর্থ পুরস্কার। এছাড়া মশার লার্ভা জমা দিলেও পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার ঘোষণা করেছে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল নগরকেন্দ্রগুলোর একটি বারাঙ্গে অ্যাডিশনাল হিলস কর্তৃপক্ষ। মূলত প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রামপ্রধান কারলিটো সার্নাল বলেন, “কেউ পাঁচটি মশা জমা দিতে পারলেই এক পেসো (স্থানীয় মুদ্রা) পুরস্কার পাবেন। সেখানে ডেঙ্গুতে দু’জন শিক্ষার্থীর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

কারলিটো সার্নাল বলেন, “জীবিত কিংবা মৃত মশা জমা দিলে মিলবে পুরস্কারের অর্থ। মশার লার্ভা জমা দিলেও পুরস্কার দেওয়া হবে। পরে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা নির্মূল করা হবে।”

রাস্তা পরিষ্কার রাখা ও ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবিস্তারে সহায়ক পানি জমে থাকার জায়গা নষ্ট করার মতো বিদ্যমান ব্যবস্থার পরিপূরক হিসেবে জীবিত বা মৃত মশার বিনিময়ে পুরস্কারের ব্যবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানান গ্রামপ্রধান কারলিটো সার্নাল।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে স্থানীয় প্রশাসনের নির্বাহীদের সদিচ্ছা প্রশংসাযোগ্য। জানতে চাওয়া হয়, নগদ অর্থের বিনিময়ে মশা ধরা কিংবা মারা ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর কৌশল কি না, সেই প্রশ্নের কোনও জবাব পাওয়া যায়নি।

গ্রামপ্রধানের এমন পুরস্কার ঘোষণায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্টে একজন লিখেছেন, “এখন মশার খামার তৈরি করা হবে।” 

আরেকজন প্রশ্ন রেখে জিজ্ঞেস করেছেন, “শুধু একটি ডানা থাকলে কি মশা ফেরত দেওয়া হবে?”

গ্রামপ্রধান কারলিটো সার্নাল বলেন, মশা ধরা বা মারার বিনিময়ে নগদ অর্থ দেওয়ার বিষয় নিয়ে সামাজিকমাধ্যমে বেশ শোরগোল পড়েছে, এটা আমি জানি। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এটি প্রয়োজন।

সার্নাল আরও বলেন, “সম্প্রতি ব্যাপক মাত্রায় ডেঙ্গু সংক্রমণ হচ্ছে। স্থানীয় প্রশাসন ওই এলাকায় ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত করেছে। এটা অন্যতম বড় ও জনবহুল একটি এলাকা। কাজেই স্থানীয় সরকারকে সহায়তায় আমাদেরও কিছু করা আছে।”

ফিলিপাইনজুড়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সংক্রমণ। দেশটির ডিওএইচ জানিয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপাইনে ২৮ হাজার ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। 

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com