শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ঘুরতে এসে প্রাণ গেল যুবকের খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়া ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ মাদারীপুরে কুপিয়ে মৎসচাষির হাত বিচ্ছিন্ন টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা ১৫ জেলায় দাবদাহ শনিবার পর্যন্ত গরমের দাপট চলতে পারে চট্টগ্রামে জোড়া খুন নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ট্রেনের পাওয়ার কারে আগুন : সন্দেহের তালিকায় সিগারেট ও জেনারেটর চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মারা গেছেন বরেণ্য অভিনেতা মনোজ কুমার প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আজও চলছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। কারও ছুটি আগামীকাল আবার কারও ছুটি শেষ হবে আজই। ফলে নাড়ির টানে ঢাকা ছাড়া মানুষ ফিরতে শুরু করেছেন জীবিকার তাগিদে।

তবে বিগত বছরগুলোর মতো এবার নেই ভোগান্তি। তীব্র ভিড় আর আর যানবাহনের চাপ, কোনোটিই নেই রাজধানীর প্রবেশ ও বাহিরের মুখগুলোতে।

গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বলছেন, ফিরতি যাত্রীর চাপ এখনো তুলনামূলক কম। তবে আগামীকাল চাপ বাড়বে।

এদিকে রাজধানীতে ফিরতে কোথাও তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে ভাষ্য যাত্রীদের। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন নগরে ফেরা মানুষ।

সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতিও। কিছুক্ষণ পর পর আসছে ফিরতি ঈদযাত্রার দূরপাল্লার বাস। একই সঙ্গে ফিরতি বাস এলে সিএনজি চালকদের যাত্রী খুঁজতে ব্যস্ততার চিত্র দেখা গেছে। কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে জানাচ্ছেন তারাও।

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষ করে নাটোর থেকে রাজধানীতে ফিরেছেন মো. অন্তর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, আগামীকাল থেকে অফিস শুরু হবে। তাই আজ ফিরে এসেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় কোথাও যানজট বা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। বাড়িতে গিয়েই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম। তাই আসার সময় টিকিট পাওয়ারও কোনো সমস্যা ছিল না। সব মিলেয়ে এবারের ঈদযাত্রায় যাতায়াত বা টিকিট পেতে কোনো ভোগান্তি ছিল না।

রংপুর থেকে পরিবার নিয়ে রাজধানীতে ফেরা মোহসীন বলেন, আগামীকাল ছুটি শেষ হবে। রোববার থেকে অফিস শুরু। যেহেতু পরিবার নিয়ে ফিরতে হলো তাই আজই ফিরে এলাম।

তিনি বলেন, রাস্তার কোথাও তেমন কোনো ঝামেলা হয়নি। ভালোভাবেই যেতে ও আসতে পেরেছি। গাড়িতেও বিগত বছরগুলোর মতো অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না।

ফরিদপুর থেকে ঢাকায় ফিরলেন সৌরভ। তিনি বলেন, রাস্তায় কোথাও ভোগান্তি ছিল না। কোনো সমস্যা ছাড়াই ঢাকায় ফিরে আসতে পেরেছি।

তিনি বলেন, আগে যাতায়াতের সময় ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকেই মূলত আমাদের যাতায়াতের ভোগান্তি নিরসন হয়ে গেছে। তবে বিগত বছরগুলোতে টিকিট পেতে যে ভোগান্তি হতো এবার সেই ভোগান্তিতেও পড়িনি।

এদিকে আশানুরূপ যাত্রী না পাওয়ার অভিযোগ সিএনজিচালিত অটোরিকশার চালকদের।

গাবতলী বাস টার্মিনালে যাত্রীর জন্য অপেক্ষারত সিএনজিচালক এরশাদুল বলেন, যাত্রী নেই। আগে দেখেছি গাবতলীতে একের পর এক গাড়ি ঢুকছে। যাত্রীরা নেমেই সিএনজি খোঁজা শুরু করেছে। এবার যাত্রী নেই। দেখেন কয়জন যাত্রী আসছে! তার থেকে বেশি সিএনজি।

অন্য এক চালক বলেন, সকাল থেকে গাবতলী থেকে মাত্র এক ট্রিপ পেয়েছি। যাত্রী নিয়ে কাজীপাড়া গিয়েছি। এরপর কাজীপাড়া থেকে ধানমন্ডি। সেই যাত্রী নামিয়ে আবার গাবতলী এসেছি। কিন্তু আসার পর থেকে বসেই আছি। কোনো যাত্রী নেই।

এদিকে শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সহকারী মো. আবির বলেন, যাত্রী আছে। আশা করা যায় আগামীকাল যাত্রীর চাপ আরও বাড়বে।

গাড়িতে আসন খালি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। সব ছিটেই যাত্রী ছিল। কিন্তু আগে যেমন যাত্রীর চাপে একাধিক গাড়ি ছেড়ে আসতো, এবার তেমন নেই। আবার গাড়িতেও অতিরিক্ত যাত্রী নেই।

হানিফ পরিবহনের চালকের সহকারী মো. আলমগীর হোসেন বলেন, যাত্রী কম। এবার লম্বা ছুটি। তাই একসঙ্গে যাত্রীর চাপ নেই। কেউ আজ আসছে, কেউ কাল আসবে। আবার কেউ দুইদিন আগেই চলে আসছে। তবে আগামীকাল কিছুটা যাত্রী বাড়বে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com