রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

জীবন ও উন্নয়নের চাকা জঙ্গি-বর্বরতায় বন্ধ নয় : তথ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৯০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: জঙ্গি-বর্বরতার কারণে জীবন ও উন্নয়নের চাকা বন্ধ হবার নয় উল্লেখ করে জঙ্গিদের পক্ষে যে কোনো ধরণের প্রকাশনা থেকে বিরত থাকার জন্য মুদ্রণশিল্প মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী শোকের মাস আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জঙ্গি-বর্বরতার কাছে জাতি হার মানতে পারে না, এবং আমরা স্থবির হলে তা হবে বর্বরতায় নিহত সকল প্রাণের প্রতি অসম্মান।’

মুদ্রণ শিল্প সমিতির বিদায়ী সভাপতি শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগের সভাপতি ড. সুধাংশু শেখর রায়।

গণতন্ত্র ও সভ্যতার বিকাশে মুদ্রণশিল্পের গুরুত্বকে অপরিমেয় বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘মত প্রকাশের অধিকার গণতন্ত্রে অপরিহার্য। আর মুদ্রণশিল্প চিন্তা ও মতামতকে জনগণের কাছে পৌঁছে দেয়। তাই মুদ্রণশিল্প একাধারে লেখক-কবি-গুনীজন ও জনগণের মাঝে সেতু, সভ্যতার ধারক এবং গণতন্ত্রের বাহন হিসেবে ভূমিকা রেখে চলেছে।’

‘মানুষের জীবনে এ অমূল্য ভূমিকার কারণে মুদ্রণশিল্প শুধু ব্যবসা নয়, এটি একটি কলা (আর্ট) ও সেবা এবং সেই একই কারণে, জঙ্গিবাদ মুদ্রণশিল্পের ঘোর শত্রু’, বলেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ মাথাচাড়া দিলে মুদ্রণশিল্পের ওপরও ছোবল দেবে। কারণ মুদ্রণশিল্প মুক্তচিন্তা ও জ্ঞানের বাহন। আর সকল ধর্ম ও মানবতার শত্রু জঙ্গিরা কেবল তাদের মনগড়া মতবাদই সবার ওপর অন্যায়ভাবে চাপিয়ে দিতে চায়।’

হাসানুল হক ইনু এসময় প্রয়োজনীয় আইনী সংস্কারসহ মুদ্রণশিল্পের প্রতি সরকারের সহযোগিতা বৃদ্ধিও ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম তার বক্তব্যে মুদ্রণশিল্প মালিকদের সাথে তার পুরনো একাত্মতার কথা পূণর্ব্যক্ত করেন ও জঙ্গিবিরোধী লড়াইয়ে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান।

মুদ্রণ শিল্প সমিতির নূতন সভাপতি তোফায়েল খান ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ এফবিসিসিআই এর চেম্বার ও এসোসিয়েশনের পরিচালকবৃন্দও সভায় বক্তব্য রাখেন। মুদ্রণ শিল্পে বিশেষ অবদানের জন্য চারজনকে সভায় মরণোত্তর সম্মাননা দেয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com