শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জীবনের শুরুতেই সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাথমিক শিক্ষাকে সামগ্রিক শিক্ষার ভিত্তি হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, শিশুরা যাতে জীবনের শুরুতেই সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা পায় তা নিশ্চিত করতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ উদযাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে এ উপলক্ষে দেশের সকল শিশুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

আবদুল হামিদ বলেন, শিক্ষা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। একটি জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। এ উপলব্ধি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষ ও সুশিক্ষিত মানবসম্পদ গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা বিস্তারে উদ্যোগ নেন এবং প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্য সর্বমহলে সমাদৃত হয়েছে।

শিক্ষানীতি-২০১০-এর আলোকে দেশের সকল স্তরের শিক্ষা ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

আবদুল হামিদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুদের ভর্তির হার বৃদ্ধি, ঝরেপড়া রোধ, শিক্ষাচক্রে সমাপনের হার বাড়ানোসহ মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সরকার নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদানের কার্যক্রমে মাল্টিমিডিয়ার ব্যবহারসহ শেখ রাসেল ডিজিটাল লার্নিং সহায়ক কন্টেন্ট তৈরির মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

তাই শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের সুষম ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মমুখী দক্ষ জনশক্তির একান্ত প্রয়োজন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানসম্মত ও জীবনমুখী শিক্ষার আলোকধারায় দেশের মানুষকে আলোকিত করতেও সরকার বদ্ধপরিকর।

তিনি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানসম্মত ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের মাধ্যমে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ সম্ভব হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের’ সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com