সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

জিয়ার খুলির একাংশ রেখে দিয়েছিল অ্যাপোলো

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ১৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামের চিকিৎসার ক্ষেত্রে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে রাজধানীর অ্যাপেলো হাসপাতালের বিরুদ্ধে। তাকে সিঙ্গাপুরে পাঠানোর আগে মাথার খুলির একাংশ রেখে দেয়া হয় ভুলে। পরে এই হাসপাতাল থেকে সিঙ্গাপুরে পাঠানো অন্য একটি রোগীর সঙ্গে করে খুলির সেই অংশটি পাঠানো হয়।

গত ৯ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে গাড়িচাপায় আহত হয়েছিলেন মোটরসাইকেল আরোহী জিয়া ইসলাম। সেখান থেকে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ১০ জানুয়ারি জিয়াকে নেয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেদিনই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এজন্য মাথার খুলি কাটা হয়। পরে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় জিয়াকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে যাওয়ার পরই তার মাথার খুলির একাংশ না থাকার বিষয়টি প্রকাশ পায়।

ঢাকায় থাকতেই জিয়ার ফুসফুসে সংক্রমণ হয়। কিন্তু এটি ধরা পড়ে তার সিঙ্গাপুরে চিকিৎসা শুরুর পর। এর কারণে গত ১৬ জানুয়ারি সংক্রমণ নিরোধে গ্লিনিগালস হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার ফুসফুসে। এ সময় তার মাথার খুলির বামপাশটা দেখতে পাননি চিকিৎসকরা। এরপর সিঙ্গাপুর থেকে বিষয়টি জানানো হয় ঢাকার অ্যাপোলো হাসপাতালে।

জিয়া ইসলামের সঙ্গে সিঙ্গাপুর গেছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান। তিনি বলেন, ‘অপারেশনের সময় খুলির এই অংশটা ফ্রিজে রাখতে হয়। অ্যাপোলো হাসপাতাল সেটাই করেছিল। কিন্তু সিঙ্গাপুরে পাঠানোর সময় সেটা দিতে ভুলে গিয়েছিল। পরে আরেকটা অ্যাম্বুলেন্সে করে তা পাঠানো হয়।’

বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম চৌধুরীকে চিকিৎসার জন্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অ্যাম্বুলেন্সে করেই জিয়ার খুলির একাংশ সিঙ্গাপুর পাঠানো হয়।

একজন মৃত্যু পথযাত্রী রোগীর খুলি রেখে দেয়ার মতো ঘটনা কীভাবে ঘটলো-এ বিষয়ে জানতে অনেক চেষ্টা করেও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালের ওয়েবসাইটে থাকা একধিক নম্বরে ফোন করেও কাউকে পাওয়া যায়নি। পরে ডিউটি ম্যানেজারের ফোন নম্বরে কল করলে একজন ধরেন। তিনি তার নাম বলেন মোস্তবা আলী মাসুম। জিয়া ইসলামের খুলি রেখে দেয়ার ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কে বক্তব্য দেবেন-সেটাও তিনি বলেননি। তাহলে আমরা কী লিখবো-জানতে চাইলে জনাব মাসুম বলেন, ‘আজ সপ্তাহিক ছুটির দিন। আপনি আগামীকাল যোগাযোগ করেন, তাহলেই তথ্য পেতে পারেন।’

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক অসিত চন্দ্র সরকার বলেন, ‘মানুষের মাথায় আঘাত লাগলে ব্রেন ফুলে যায়। এ জন্য ব্রেনকে জায়গা করে দিতে হাড়ের অংশ খুলে রাখা হয়। আর এই অংশটি মানুষের শরীরের ভেতরে বা বাইরে কোথাও রাখা যায়। কোথায় রাখা হয়েছে সেটা অপারেশর করার সময় নোটে লিখা থাকে।’

এই চিকিৎসক বলেন, ‘জিয়া ইসলামের অপারেশন করেছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা। তারা খুলি কোথায় রেখেছেন, সেটাও নোটে থাকার কথা। এখন এটা রোগীকে পাঠানোর সময় কেন দেয়া হয়নি, সেটা তারাই বলতে পারবেন।’

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com