রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার এই শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেখানে জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া মাসুম, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. শহিদ হাসান, ডা. আবু হেনা মোস্তফা কামাল হেলাল, উপদেষ্টা অধ্যাপক ডা. শহিদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান, ডা. আদনান হাসান মাসুদ, ডা. শেখ ফরহাদ, ডা. জিয়াউর রহমান, কেন্দ্রীয় সদস্য ডা. এম এ কামাল, ডা. রোস্তম আলী মধু, ডা. মো. জালাল উদ্দিন রুমী, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. ফরহাদ হাসান চৌধুরী, ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. পাভেল, ডা. মুরাদ, ডা. শাহনেওয়াজ, ডা. মোমিন, ডা. সালাহউদ্দিন আল আজাদ, ডা. মশিউর রহমান কাজল, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. মো. মুজিবুর রহমান মুজিব, ডা. ইব্রাহিম রহমান বাবু, ডা. হুমায়ূন কবির প্রিন্স, ডা. শাওন বিন রহমান, ডা. ইদ্রিস আলী, ডা. এনামুল হক এনাম, ডা. অংকুর, ডা. মিরাজ, ডা. রেদওয়ান, ডা. পাভেল, ডা. শিবলী, ডা. সৌরভ, ডা. মাহাবুব শেখ, ডা. সুদীপ্ত, ডা. আবরার, এমট্যাবের মহাসচিব মো. বিপ্লবুজজামান, এমট্যাব নেতা দবির উদ্দিন তুষার, মো. মামুন, নার্স নেত্রী হাসানারা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সমন জারির মাধ্যমে জরুরি ভিত্তিতে আদালতে হাজিরা দিতে যাওয়ায় তিনি আসতে পারেননি।

পরে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের একটি সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। উদ্দেশ্য ছিল চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজ থেকে ৩৪ বছর আগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, দেশের চিকিৎসা ব্যবস্থার কী অবস্থা। ঘরে ঘরে ডেঙ্গু। হাসপাতালগুলোতে জায়গা নেই। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষ মরছে। করোনা ভাইরাসের সময়ও চিকিৎসা ব্যবস্থা মানুষ দেখেছে।

’‘আজকে দেশে স্বাধীনতার যে আকাঙ্খা গণতন্ত্র, সেই গণতন্ত্র নেই’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষের বাক স্বাধীনতা নেই। আমরা কথা বলতে পারি না। আমাদের প্রধান অতিথি আজকে আসার কথা ছিল। কিন্তু জরুরি ভিত্তিতে আদালতে হাজির হতে হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির কথা বলা হয়েছে। আমরা এখন্য আন্তরিকভাবে দুঃখিত।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com