বাংলা৭১নিউজ,ঢাকা: জিম্মি ঘটনায় আটকে পড়া বোয়িং-৭৩৭ মডেলের ঢাকা টু দুবাইগামী বিমানের যাত্রীরা আজ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত রাতেই ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও চট্টগ্রামে ঘন কুয়াশার করণে তা সম্ভব হয়নি।
গতকাল বরিবার বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে।
তবে বিমানের জরুরী অবতরণ ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাইচেষ্টার অবসান ঘটে। এতে বিমানে থাকা অস্ত্রধারী যুবক নিহত হয়। তখন যাত্রীদের নিরাপত্তার জন্য ফ্লাইট স্থগিত করা হয়।
বাংলা৭১নিউজ/একে