যুদ্ধবিরতি ছাড়া ইসরাইল থেকে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস।
রাশিয়া সফররত সংগঠনটির এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। খবর আলজাজিরার।
আবু হামিদ নামে হামাসের এক সদস্য রুশ সংবাদমাধ্যম কমার্স্যান্তকে জানান, আটক ইসরাইলিদের খোঁজ পেতে সময় প্রয়োজন।
হামাসের এ সদস্য বলেন, শত শত মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের গাজায় খুঁজতে আমাদের সময় প্রয়োজন। এর পর তাদের মুক্তি দিতে হবে।
এর আগে রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল থেকে জিম্মি করা ব্যক্তিদের মুক্তির বিষয়ে বৃহস্পতিবার মস্কোতে হামাসের একটি প্রতিনিধি দল ও রুশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে।
তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় দুই হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ইসরাইলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।
বাংলা৭১নিউজ/এসএইচবি