বাংলা৭১নিউজ, ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে। এ সফরে আচমকাই একটি বিতর্কিত পরিস্থিতির মুখে পড়েছে ভারত। ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
জিম্বাবুয়ের গণমাধ্যমে খবরটি ফলাও করে প্রচার করা হয়। অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেফতারও করেছে পুলিশ।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাফ জানিয়ে দেয়া হয় যে, এ ধর্ষণের সঙ্গে ভারতের কোনো ক্রিকেটার জড়িত নন।
ধর্ষণের অভিযোগে যিনি গ্রেফতার হয়েছেন তিনি ভারতীয় ঠিকই। তবে কোনো ক্রিকেটার নন। এবার ভারতীয় টিম যে হোটেলে উঠেছে সেই হোটেলেই এ ঘটনা ঘটেছে।
গত রোববার থেকেই এ বিতর্কের সূত্রপাত। জিম্বাবুয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখি হতে থাকে যে, ভারতীয় দল যে হোটেলে উঠেছে সেখান থেকে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের অভিযেগে। নাম না জানা গেলেও তিনি একজন ক্রিকেটার। সে খবরগুলোতে আরও বলা হয়, আগে নেশা করিয়ে পরে ওই মহিলাকে ধর্ষণ করা হয়।
জিম্বাবুয়ের হারারের সহকারী পুলিশ কমিশনারের বক্তব্যে বিতর্ক আরও জোরালো হয়। তিনি বলেন, ‘পুলিশকে তো আইন মেনে চলতে হবে। আমরা সব তদন্ত করে ব্যাপারটা আদালতে পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়।’
যদিও জিম্বাবুয়ের পুলিশ কোথাও এটা উল্লেখ করেনি যে, অভিযুক্ত একজন ভারতীয় ক্রিকেটার। তারপরও বিতর্কটা খুবই দ্রুত ছড়াতে থাকে।
পরিস্থিতি খুব দ্রুতই খারাপের দিকে যাচ্ছে দেখে এতে হস্তক্ষেপ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলা হয়, সিরিজের স্পনসরদের এক সদস্য অভিযুক্ত হয়েছেন। কোনো ক্রিকেটার হননি।
সেইসঙ্গে আরও বলা হয় যে, ওই অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। সে এটাও বলেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রয়োজন হলে তিনি ডিএনএ টেস্ট করাতেও রাজি আছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বিষয়ে বিবৃতি দিয়েছে।
বোর্ডের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা। কিন্তু আমরা এটা পরিস্কার করে বলতে চাই যে, ওই ঘটনার সঙ্গে কোনো ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক নেই।’
বাংলা৭১নিউজ/সিএইস