বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি গ্রায়েম ক্রেমার। ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে। ঘরের মাঠে শুরু হতে চলা ভারতের বিপক্ষে দলে ফিরেছেন তিনি। আর এই লেগ স্পিনারের কাঁধেই অধিনায়কের দায়িত্ব অর্পণ করলেন জিম্বাবুয়ের নির্বাচকরা।
শনিবার ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোটের কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার টিনাসে পানিয়াঙ্গার। তবে সদ্য সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আছেন জিম্বাবুয়ের স্কোয়াডে।
আগামী ১১, ১৩ ও ১৫ জুন ভারতের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর ১৮, ২০ ও ২২ জুন তিনটি টি২০ ম্যাচ রয়েছে সূচিতে। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটির রাজধানী হারারেতে।
বাংলা৭১নিউজ/সিএইস