বাংলা৭১নিউজ, ঢাকা: জ্বিনের নির্দেশে দু্ই সন্তানকে তানজিন হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন।
তবে স্বজন ও প্রতিবেশীরা দাবি করছেন, তিনি মানসিক বিকারগ্রস্থ।
মামলার তদন্ত কর্মকর্তা ও সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাজিলুর রহমান রোববার সন্ধ্যায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করলেও মামলা তদন্তাধীন থাকায় এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘তিনি (তানজিন রহমান) প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, জ্বিন তাকে সন্তাদের হত্যা করার নির্দেশ দেয়। তার কথা শুনে তিনি তাদের হত্যা করেন। তিনি দাবি করছেন, তার কিছু হবে না, জ্বিন তাকে ছাড়িয়ে নিবে’।
এদিকে দুই শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার তাদের মা তানজিন রহমান বড় ধরনের মানসিক রোগী বলে দাবি করছেন তার স্বজন ও প্রতিবেশীরা। তাদের বর্ণনা অনুযায়ী, অনেকটা অস্বাভাবিক চলাফেরা ছিল তার। কারো সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। তবে নিয়মিত মানসিক রোগের চিকিৎসা নিতেন।
নিহতের ফুফু দাবি করেছেন, তানজীন মানসিক ভারসাম্যহীন। ঔষুধ না খেলে তিনি মাঝে মধ্যেই পাগলামি করেন।
বাড়ির ছয়তলার ভাড়াটিয়া আশরাফ হোসাইন বলেন, তানজীনকে বাসার কেউ চিনতো না। কারো সঙ্গে কথা বলতে দেখিনি। সবাই বলেন তিনি খুব শান্ত প্রকৃতির।
গত শুক্রবার রাতে হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭) গলা কাটা লাশ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। শনিবার ভোরে তাদের মা তানজীন রহমানকে (৩০) বাসাবো থেকে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/আর