‘কফি উইথ করণ সিজন ৮’ এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এটি এমন এক টক শো, যেখানে যে তারকারাই আসেন না কেন তাদের ব্যক্তিগত খবর এখানে ফাঁস হয়ে যায়। ব্যতিক্রম হলো না জাহ্নবী কাপুরের ক্ষেত্রেও।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজক করন জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’। এই অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বের অতিথি ছিলেন জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। করণের এই শোয়ের র্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী একটি প্রশ্নের এমন একটা উত্তর দেন যা শুনে হতচকিত হয়ে যান সবাই।
র্যাপিড ফায়ার রাউন্ডে করন জাহ্নবীকে জিজ্ঞেস করেন যে, তিনি কি কোনও ফ্লার্টি মেসেজ পেয়েছেন? এটার উত্তরে অভিনেত্রী যা বলেন সেটা শুনে বাক্যহারা হয়ে যান করন। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় আমি যা বলব সেটা শুনে তুমি চিৎকার করবে। একবার এক অভিনেতা আমায় মেসেজ করে বলেছিল, আমি কি আপনার সব বিউটি স্পট দেখতে পারি?’ এটা শুনে প্রথমে হতবাক হয়ে গেলেও পরে মজা করেন করন। হাসতে হাসতে তিনি জানতে চান, তোমার কতগুলো সুন্দর জায়গা রয়েছে?
অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বোন খুশি কাপুরকে পরামর্শ দিয়ে জাহ্নবীকে বলতে শোনা যায়, ‘এটা নিশ্চিত করো যাতে তোমরা দুজনে একই ছেলের সঙ্গে যেন ডেট করো না।’
প্রসঙ্গত, বলিউডে গুঞ্জন চলছে যে, অনন্যা পাণ্ডে এবং খুশি কাপুর দুজনেই ইশান খট্টরকে পছন্দ করেন। জাহ্নবির সম্প্রতিক মন্তব্য যেন সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ