বাংলা৭১নিউজ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদকে সভাপতি এবং চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রাতে দলটির দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সংগঠনটির ৩০ সদস্য বিশিষ্ট (আংশিক) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তা হচ্ছেন বাবুল আহমেদ সিনিয়র সহসভাপতি, রাহিজা খানম ঝুনু সহসভাপতি, মনিরুজ্জামান মনির সহসভাপতি, নুর উদ্দিন আহমেদ নুরু সহসভাপতি, আনিসুল ইসলাম সানি সহসভাপতি, ইথুন বাবু সহসভাপতি, শায়রুল কবির খান সহসভাপতি, সালাউদ্দিন মোল্লা সহসভাপতি, জাহাঙ্গীর আলম রিপন সহসভাপতি, রিজিয়া পারভীন সহসভাপতি, সালাহ উদ্দিন ভূইয়া শিশির সহসভাপতি, ওবায়দুর রহমান চন্দন সহসভাপতি, লিয়াকত আলী সহসভাপতি, রফিকুল ইসলাম সহসভাপতি, আহসান উল্লাহ চৌধুরী সহসভাপতি, মীর সানাউল হক সহসভাপতি, শাহরিয়ার ইসলাম শায়লা সহসভাপতি, হাসান চৌধুরী সহসভাপতি, বাদশা বুলবুল সহসভাপতি, অ্যাডভোকেট হান্নান শেলী সহসভাপতি, জাহিদুল আলম হিটু সহসভাপতি, আবুল হাশেম রানা সহসভাপতি, জাকির হোসেন রোকন সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, আব্দুল হান্নান মাসুম যুগ্মসাধারণ সম্পাদক, মাকসুদুর রহমান টিপু যুগ্মসাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম স্বপন যুগ্মসাধারণ সম্পাদক, দ্বীন মোহাম্মদ মন্টু যুগ্মসাধারণ সম্পাদক, চৌধুরী মাজাহার আলী (শিবা সানু) সাংগঠনিক সম্পাদক।
বাংলা৭১নিউজ/এন