বাংলা৭১নিউজ ঢাকা: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাসদ নেতা আনিসুজ্জামান জম-এর মা মোসাম্মৎ রিজিয়া বেগম(৯০)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় আজ শনিবার এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুজ্জামান জমের মাতা মোসাম্মৎ রিজিয়া বেগম(৯০) বার্ধক্যজনিত রোগে শনিবার রাত সোয়া ১২টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩পুত্র, ৭কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ওগুনাগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর দুর্লভপুর প্রাইমারী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে দুর্লভপুর কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়।
বাংলা৭১নিউজ/এসএস