শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জাসদ বাংলাদেশে আর অস্বাভাবিক সরকার চায় না: তথ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে
বাংলা৭১নিউজ,ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জাসদ বাংলাদেশে আর রাজাকার-সমর্থিত সরকার চায় না, সামরিক সরকার চায় না, অস্বাভাবিক সরকার চায় না এবং সেকারণেই জাসদ বিএনপি-জামাতের দেশবিরোধী রাজনীতির বিরুদ্ধে সোচ্চার।’
বুধবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত জনসভায় জাসদের লক্ষ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,  ‘জাসদ চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনা করুক, দেশ মুক্তিযুদ্ধের পথে চলুক। দেশে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটুক।  জাসদের পথ সুশাসন ও সমাজতন্ত্রের পথ।’
মন্ত্রী বলেন, ‘জাসদ কখনই দলের, দলের নেতাদের ব্যক্তিগত লাভ-তির হিসাব না করে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতির নীতি-কৌশল সাজিয়েছে। রাজনীতির মাঠে ভূমিকা রেখেছে। জাসদ কখনই নিজের দলের রাজনীতি ও বক্তব্য আড়াল করেনি।’
জাসদ জাতীয় প্রয়োজনে ঐক্যের রাজনৈতিক কৌশল প্রয়োগ করলেও ঐক্যের মধ্যেই জাসদের নিজস্ব বক্তব্য-পরিচয়-রাজনীতি তুলে ধরেছে উল্লেখ করে ইনু বলেন, ‘জাসদ কখনই গণতন্ত্র, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণের স্বার্থের প্রশ্নে আপোষ করেনি। জাসদ আজ সরকারে, সংসদে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। জাসদ সরকার-সংসদ-রাজপথে সমাজ পরিবর্তন-শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের অধিকারের প্রশ্নে সোচ্চার।’
জাসদ সভাপতি বলেন, ‘জাসদ দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করছে। জাসদ অসাংবিধানিক অস্বাভাবিক সরকার চায় না। জাসদ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান চায়।’
‘সাধারণ মানুষ, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী-নারীদের কণ্ঠস্বর জোরদার করে জাতীয় রাজনীতিতে ভারসাম্য আনতে চাইলে, জাসদের কোনো বিকল্প নেই’ উল্লেখ করে দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন, বিবেকবান, সৎ, সংগ্রামী মানুষকে জাসদের পতাকাতলে সমবেত হবার আহ্বান জানান হাসানুল হক ইনু।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসময় জাসদের দীর্ঘ রক্তঝরা সংগ্রামের পথে আত্মবলীদানকারী মহান শহীদ কর্নেল তাহের, মোশারফ হোসেন, কাজী আরেফ আহমেদ, সিদ্দিক মাষ্টার, ডা. মিলন, শাজাহান সিরাজ, ড. আখলাকুর রহমান, সৈয়দ জাফর সাজ্জাদ, নরুদ্দিন জাহেদ মঞ্জু, আখতার আহমেদসহ প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মন্ত্রী এসময় জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দলের কতিপয় প্রতিষ্ঠাতা নেতাদের দল ত্যাগ, ভিন্ন দলে যোগদান, ভিন্ন দল গঠনের পরও জাসদের পতাকা সমুন্নত রেখে তারা প্রমাণ করেছেন, জাসদ নেতাদের দল না জাসদ কর্মীদের দল।’
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার, নূরুল আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভাশেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে  সারাদেশ থেকে আগত দুই সহস্রাধিক নেতাকর্মীদের শ্লোগানমুখর মশাল মিছিলটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে তোপখানা রোড ও সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।
বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com