শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমরা কারও কাছে আর মাথা নত করব না : উপদেষ্টা মাহফুজ ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন : তারেক রহমান যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করে না মানিকগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আসিফ নজরুল চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজন উন্মুক্ত প্রতিযোগিতা : উপদেষ্টা উখিয়া-টেকনাফ সীমান্ত সফরে মির্জা ফখরুল রোববার গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা জানালেন প্রধান বিচারপতি বাংলাদেশ-ভারত সীমান্তে মাটির নিচে গোপন বাঙ্কারের খোঁজ সব পিআইওদের বদলি করা হয়েছে: উপদেষ্টা ফারুক ই আজম মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে: সারজিস আলম গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা তৌহিদ-জয়শঙ্করের বৈঠক হতে পারে ওমানে বিএনপির কমিটি গঠন নিয়ে হামলায় আহত ৫, ব্যালট বাক্স ছিনতাই বিচারের নামে যারা নির্যাতন করেছে, তাদের তালিকা প্রকাশ করুন: জামায়াত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাল ভোট-সহিংসতায় শেষ হলো তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পড়া হয়েছে

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। একই সঙ্গে দেশের ১০টি পৌরসভায়ও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভোট বর্জনের পর এখন চলছে গণনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ৩৩ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের লাইন।

সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ১০০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলে আগের দুই ধাপসহ মোট ২৫৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেতে যাচ্ছে ১০০ ইউপি।

এবারের ইউপি নির্বাচন বর্জন করেছে বিএনপি। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও মাঠে তেমন সক্রিয় নয়। তারা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে সমঝোতা করছেন বলে অনেকের অভিমত। ফলে এ নির্বাচনে বৃহৎ দল হিসেবে একমাত্র আওয়ামী লীগই অংশ নিয়েছে।

ইসি সূত্র জানায়, চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

এছাড়া পঞ্চম ধাপের নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com