মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের শাহআলমে পৃথক অভিযান চালিয়ে জাল ভিসা তৈরি এবং বিক্রির অভিযোগে তিন বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
শাহআলমের পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাম্পুং বারু হিকম, সেকশন ২৬-এ অভিযান চালিয়ে প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। যাদের বয়স প্রায় ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
অভিযোগ পরিচালনা করেন শাহআলম জেলা পুলিশ সদর দপ্তরের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ (আইপিডি) ও শ্রী মুডা থানার সদস্যদের একটি দল। তদন্তের স্বার্থে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।
গ্রেপ্তারকৃত দুজনই শাহআলম এলাকায় গ্লেনমারিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। প্রথম অভিযানে একজন বাংলাদেশীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পরে আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
পরে শুক্রবার এক বিবৃতি বলা হয়, অভিযান চালানোর সময় জাল ভিসা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, তিনটি পাসপোর্ট, ১০টি অস্থায়ী কাজের জাল ওয়ার্ক পারমিট ও ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা বিদেশি নাগরিকদের কাছ থেকে মালয়েশিয়ান ২০০ রিঙ্গিতে ওই জাল ভিসা বিক্রি করতো। তাদের অধিকাংশ কাস্টমার ছিল বাংলাদেশী।
এ সময় পুলিশ প্রধান আরও বলেন, জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর আরও একজন বাংলাদেশীকে সন্দেহভাজন হিসেবে আটক করে শাহআলম পুলিশ সদর দফতরে নেয়া হয়। সে ওই মামলায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতদেরকে ৩ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। দণ্ডবিধির ৪২০ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।
শাহআলম জেলা পুলিশ প্রধান জানান, গ্রেপ্তারকৃতরা গত অক্টোবর থেকে এই কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং তিন বছর ধরে তারা মালয়েশিয়ায় আছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ