বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া কওমী মাদ্রাসার সামনে থেকে শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার এসআই খালিদ মাহমুদ ফয়সাল নামের (২০) এক যুবককে জাল টাকাসহ আটক করে। ফয়সাল শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের জাফর শেখের ছেলে।
এসআই খালিদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফয়সালকে গ্রেফতার করি। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১৩টি ১হাজার টাকার জাল নোট উদ্ধার করি।
এ ঘটনায় খালিদ মাহমুদ বাদি হয়ে থানায় রোববার মামলা দায়ের করেন। মামলা নং ১৫। মামলার আইও এসআই সোহেল বলেন, ফয়সালকে ফরিদপুর আদালতে চালান করা হয়েছে। তার নামে রিমান্ড চাওয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস