বাংলা৭১নিউজ, ডেস্ক: জার্মানির উগ্র ডানপন্থী এবং মুসলিম বিদ্বেষী দল অলটারনেটিভ ফর ডয়েসল্যান্ড বা এএফডি’র খ্যাতনামা নেতা আর্থার ওয়াগনার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কট্টরপন্থী দলের রাজনীতি ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন এফএফডি’র মুখপাত্র।
আর্থার ওয়াগনার বলেন, এএফডি ছাড়ার বিষয়ে কোনো কথা বলবেন না তিনি। তবে বার্লিনের একটি দৈনিককে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, চলতি মাসের ১১ তারিখে এএফডি’র দলীয় সদস্যপদ ত্যাগ করেছেন। একে নিজের ব্যক্তিগত বিষয়ে হিসেবে মন্তব্য করেন তিনি। এএফডি’র সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর ইসলাম গ্রহণের ঘটনা এই প্রথম ঘটল বলে ধারণা করা হচ্ছে।
এএফডি’তে যোগ দেয়ার আগে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জার্মানিতে বসবাসকারী হাজার হাজার মুসলিম শরণার্থী বিরোধী বিদ্বেষ উসকে দেয়ার সঙ্গে এএফডি জড়িত।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/বিকে