শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জার্মানির বিদায়, দ্বিতীয় রাউন্ডে সুইডেন-মেক্সিকো

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের জয়ের প্রয়োজন ছিল। জয় তো পায়ইনি, উল্টো যোগ করা সময়ে ২ গোলে হেরে গেছে। তাতে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানির।

অন্যদিকে সুইডেন তাদের শেষ ম্যাচে মেক্সিকোকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। তাতে জার্মানি ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে শেষ ষোলোতে স্থান করে নিয়েছে সুইডেন। তারা গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিল জার্মানি।

বিশ্বকাপের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম জার্মানি কিংবা পশ্চিম জার্মানি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিল। ১৯৩৮ সালে ১৬ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এরপর অনুষ্ঠিত সবগুলো বিশ্বকাপেই পরের রাউন্ডগুলোতে খেলেছে। চারবার শিরোপা জিতেছে। এবার শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে এসে নকআউট পর্বেই যেতে পারল না জোয়াকিম লো এর শিষ্যরা।

এ নিয়ে টানা তিন বিশ্বকাপ থেকে বর্তমান চ্যাম্পিয়নরা চোখের জলে বিদায় নিল। ইতালি ২০০৬ সালে শিরোপা জিতেছিল। ২০১০ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে ২০১০ বিশ্বকাপে স্পেন শিরোপা জিতেছিল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০১৪ বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হল। আর এবার ২০১৮ তে এসে বিদায় নিল তারা। এ যেন ভাগ্য বিধাতার লেখা করুণ চিত্রনাট্য।

বুধবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মুহূর্মুহ আক্রমণ শানিয়েও জালের নাগাল পায়নি জার্মানি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও জালের নাগাল পায়নি তারা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) দক্ষিণ কোরিয়ার কিং ইয়ং গোউন গোল করে পিছিয়ে দেন জার্মানিকে। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সহায়তায় গোল পায় দক্ষিণ কোরিয়া।

গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলা জার্মানি পরের গোলটি খায় ৯০+৬ মিনিটে। এ সময় গোল শোধ দিতে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও চলে আসেন কোরিয়ার ডি বক্সের সামনে। দক্ষিণ কোরিয়ার একজন খেলোয়াড় সেখান থেকে লম্বা পাসে বল বাড়িয়ে দেন জার্মানির ডি বক্সের দিকে। সন হেউং-মিন দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেন। তারপর ফাঁকা পোস্টে জড়িয়ে দিয়ে আসেন। এই গোলটার জন্যও ভিএআরের আশ্রয় নেওয়া হয়। কিন্তু বাতিল করা যায়নি গোলটি। তাতে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় জার্মানিকে।

এদিকে মেক্সিকোর বিপক্ষে সুইডেন প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের ৫০ মিনিটে লুউইগ আগুস্তিসন ও ৬২ মিনিটে আন্দ্রেয়াস গ্রাঙ্কভিস্ট গোল করে এগিয়ে নেন দলকে। ৭৪ মিনিটে মেক্সিকোর এডসন আলভারেজ আত্মঘাতি গোল করে সুইডেনের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইডিশরা।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com