বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. মনিরুল ইসলাম (৪৫) কে আটক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের দাদনচকের ধনী মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার এএসআই মাহ্ফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী শিবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতারী পরোয়ারা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস