পাবনা জেলাধীন সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে অশোভন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাবনা জেলাধীন সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
ওদিকে সোমবার রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানাধীন ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নোটিশে ঘটনার বিষয়ে পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার বিকালে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ দলের চার নেতাকে বিএনপি নেতাকর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকী আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিককল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ।
বাংলা৭১নিউজ/এসএইচ