বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

জামায়াতের ২৮ নারী কর্মী রিমান্ডে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন খান শুক্রবার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের এসআই নিজাম উদ্দিন জানান।

বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জামায়াতের এই নারী কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান।

এই মামলায় আদালতে হাজির করেজিজ্ঞাসাবাদের জন‌্য তাদের সাত দিনের রিমান্ডে চায় পুলিশ।

রিমান্ড আবেদন বাতিল করে আসামিদের জামিন চান আইনজীবী এস এম কামালউদ্দিন ও আব্দুর রাজ্জাক।

তাদের আবেদনে বলা হয়, “জামায়াতে ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল। বৃহস্পতিবার আমাদের সাংগঠনিক বৈঠক ছিল। কোনো প্রকার নাশকতার পরিকল্পনা ছিল না।”

শুনানি শেষে বিচারক জামিন আবেদন বাতিল করে জামায়াতের নারী কর্মীদের দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।

পুলিশের করা মামলায় ২৮ আসামি হলেন- শাহনাজ বেগম(৫৬), নাইমা আক্তার(৫৫), উম্মে খালেদা(৪০), জোহরা বেগম(৩৫), সৈয়দা শাহীনা আক্তার(৪০), উম্মে কুলসুম(৪২), জেসমিন খান(৪৩), খোদেজা আক্তার(৩২), সালমা হক(৪৫), সাকিয়া তাসলিম(৪৭), সেলিমা সুলতানা সুইটি(৪৮), হাফসা(৫৫), আকলিমা ফেরদৌস(৩৭), রোকসানা বেগম(৫১), আফসানা মিমি(২৫), শরিফা আক্তার(৫৩), রুবিনা আক্তার(৩৮), তাসলিমা(৫২), আসমা খাতুন(৩৫), সুফিয়া(৪১), আনোয়ারা বেগম(৪৬), ইয়াসমিন আক্তার(৪১), সাদিয়া(৪৫), ফাতেমা বেগম(৫১), উম্মে আতিয়া(৪৬), রুমা আক্তার(৩২), রাজিয়া আক্তার(৪২) ও রহিমা খাতুন(৩০)।

এদের মধ‌্যে যুদ্ধাপরাধে দণ্ডিত কারও কারও স্বজন রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা বিপ্লব জানান।

সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ তাজমহল রোডের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল‌্যাটে অভিযান চালায় পুলিশ।সেখান থেকে বেশ কিছু বই, প্রচারপত্র, সংগঠনের মাসিক রিপোর্ট ফর্ম উদ্ধার করা হয়।

উপ-কমিশনার বিপ্লব বলেন, “নাশকতার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিলেন। আমাদের কাছে খবর রয়েছে, এদের মধ্যে যুদ্ধাপরাধীদের স্বজনরাও রয়েছেন।”

তবে এই নারীরা সকাল পর্যন্ত পুলিশকে বিস্তারিত কিছু বলেনি দাবি করে সে সময় তিনি বলেন, “তাই তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।”

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com