বাংলা৭১নিউজ, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরই এর প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
ইতিমধ্যে বুধবার তারা সারাদেশে নিজামীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে। আগামীকাল শুক্রবার মতিউর রহমান নিজামীর জন্য দেশব্যাপী দোয়া দিবস পালন করবে দলটি।
বিবৃতিতে হরতালসহ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মকবুল আহমাদ।
অপরদিকে, আজকের হরতাল সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, সরকার ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংস করে দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের অংশ হিসাবেই দেশের খ্যাতিমান আলেম ও ইসলামী চিন্তাবিদদের বিশেষভাবে টার্গেট করেছে। তারা মূখে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের কথা বললেও আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ইসলাম-ইসলামী মূল্যবোধ এবং গণতন্ত্র-গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস