বাংলা৭১নিউজ,(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষে বেলাল হোসেন (৩০) এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বেলাগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চর উত্তর চর বরুল গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর চরবরুল বেলগাছা গ্রামের ১০০ একর খাস জমি দখল করতে যান। এ সময় ওই গ্রামের সুজন ও তার লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠির আঘাতে বেলাল হোসেন নামে এক যুবক নিহত হন।
এ সময় গুলিবিদ্ধ হয়ে জিগাতলা গ্রামের জালাল খন্দকার ও লাঠির আঘাতে এরশাদ হোসেন আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএ