বাংলা৭১নিউজ,জামালপুর: পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণের সময় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কোনো এক পক্ষের গুলিতে দু’জনের মৃত্যু হয়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইস