বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

জাবিতে শিফট ভিত্তিক ভর্তিপরীক্ষায় আবারও বৈষম্যের অভিযোগ

জাহাঙ্গীরনগর-বিশ্ববিদ্যালয়:
  • আপলোড সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে আবারও শিফট ‘বৈষম্যের’ বিষয়টি উঠে এসেছে। ‘বি’ ইউনিটের ফলাফলে ১ম শিফট থেকে ৩৪ জন, অপরদিকে ৫ম শিফট থেকে ১৭৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছে। শিফট পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে অভিযোগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বির্তকিত এ শিফট পদ্ধতিতে একটি ইউনিটের ভর্তি পরীক্ষা একাধিক শিফটে নেওয়া হচ্ছে। ভর্তিচ্ছুরা দাবি করছেন, ‘সব শিফটের প্রশ্ন একই মানের হওয়ার সম্ভবনা খুবই কম। এতে কোনো শিফটের পশ্ন অন্য শিফটের তুলনায় কখনো সহজ বা কঠিন হচ্ছে। কিন্তু মূল্যায়নে সব শিফট মিলিয়ে সর্বোচ্চ নাম্বারধারীদের নেওয়া হচ্ছে। এতে যে শিফটের পরীক্ষা তুলনামূলক কঠিন তারা অন্যদের তুলনায় বঞ্চিত হচ্ছে।’

এ রকমই একটি চিত্র দেখা গেছে মঙ্গলবার (২ আগস্ট) প্রকাশিত ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ফলাফল বিশ্লেষণে। সেখানে দেখা যায়, মোট ৫ শিফটে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩৮৬টি আসনের মধ্যে শুধুমাত্র ৫ম শিফট থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে সর্বোচ্চ ১৭৫ জন, যা মোট আসনের ৪৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে প্রথম শিফট থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র ৩৪ জন। এছাড়াও দ্বিতীয় শিফটের ৫৮ জন, তৃতীয় শিফটের ৫২ ও চতুর্থ শিফটের ৬৭ জন মেধা তালিকায় স্থান পেয়েছে।

মোট ৩৮৬টি আসনের (ছাত্র ১৯৩, ছাত্রী ১৯৩) দশগুণ পর্যন্ত প্রকাশিত মেধাতালিকায় আরও দেখা যায়, ছেলেদের প্রথম ২০ জনের মধ্যে ১৩ জনই ৫ম শিফটের। অপরদিকে মেয়েদের ওই তালিকায় শীর্ষ ২০ জনের ১১ জন ৫ম শিফটের পরীক্ষার্থী ছিলেন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তাসনিমুল ইসলাম জানায়, ‘একাধিক শিফট থাকায় প্রশ্নপত্রের মান একই রাখা সম্ভব নয়। আর প্রশ্নপত্র ভিন্ন হওয়ায় কারো কাছে তুলনামূলক সহজ আবার কারও কাছে তুলনামূলক কঠিন। এতে প্রকৃত মেধাবীদের ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

তবে গত রোববার প্রথম দিনের ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে ‘বিতর্কিত’ শিফট পদ্ধতি নিয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা ধীরে ধীরে সব সমস্যার সমাধান করবো। আগে ১০ ইউনিটে পরীক্ষা হতো এ বছর আমরা পাঁচ ইউনিটে নিয়ে আসছি। আগে যেখানে ১০ দিনে পরীক্ষা হতো আমরা সেটাকে পাঁচ দিনে নিয়ে এসেছি।’

শিফট পদ্ধতি বাতিলের দাবি

জাবির অমর একুশে ভাস্কর্যের পাদদেশে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থী শোভন রায়। পরে দুপুর ২টার দিকে তার সঙ্গে যোগ দেয় অপর ভর্তিচ্ছু তানভীর নেওয়াজ।

অবস্থান কর্মসূচি পালনকালে শোভন রায় জানায়, বিতর্কিত শিফট পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় আমার মতো হাজারো শিক্ষার্থী স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমার মতো আর কারও যেন স্বপ্ন ধূলিসাৎ না হয় সেজন্য আমি অবস্থান কর্মসূচি পালন করছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com