জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি’ চালু করা হয়েছে। এই বৃত্তির আওতায় বাংলা বিভাগের স্নাতক (সম্মান) সম্পন্ন হওয়ার পর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়েরর জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১২ অক্টোবর) সকাল নয়টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের কাছে প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খানের স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাঈমা আখতার এই বৃত্তির জন্য স্থায়ী আমানত হিসেবে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বৃত্তি প্রদানে এগিয়ে আসায় উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খান তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন। অধ্যাপক ড. রফিকউল্লাহ খান তার বক্তৃতায় বৃত্তি চালু করার সুযোগ দানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মাহবুব আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি, অধ্যাপক ড. মাহবুব আহসান খানের আত্মীয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) এবিএম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ