বাংলা৭১নিউজ, সিলেট অফিস: সিলেটের জাফলংয়ে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সন্ধ্যা গোয়ালা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অত্যন্ত ১৫ জন। বৃহস্পতিবার দুপুরে জাফলং মোহাম্মদপুর ১নং আপে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষনা করেন।
আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত সন্ধ্যা গোয়ালা জাফলং চা বাগানের সঞ্জিত গোয়ালার স্ত্রী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লুল রায়।
বাংলা৭১নিউজ/জেএস