রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনার ৪ দিন পর ৩ জনকে গ্রেফতার ও মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার পর ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও আশেপাশ এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ চেক করে আসামিদের চিহ্নিত করা হয়েছে। উদ্ধার হয়েছে মালামাল।
তিনি আরও জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার হয়েছে। তবে কী কী মালামাল উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি পুলিশের এই কর্মকর্তা।
এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, এ বিষয়ে বিকালে ভুক্তভোগী দুই জাপানি নাগরিকের উপস্থিতিতে, তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ