বাংলা৭১নিউজ, ডেস্ক: হজরত শাদদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে দিনের বেলায় সাইয়িদুল ইসতিগফার পড়বে ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতি। আর যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস সহকারে রাতের বেলা এ দোয়া পাঠ করে এবং সকাল হওয়ার আগে মারা যায়, ওই ব্যক্তিও জান্নাতি। (বুখারি)
দোয়াটি হলো-
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি; ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আ’হদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বা’তু, আউজুবিকা মিন শাররি মা সানা’তু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়া; ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।’
অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা। আমি আমার সাধ্যমত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে তোমার নিকট আশ্রয় চাই। আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ব্যতিত কোন ক্ষমাকারী নেই।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জান্নাত লাভের এ অসামান্য ইসতিগফার তথা দোয়াটি নিয়মিত সকাল-সন্ধ্যায় পাঠ করার তাওফিক দান করুন। আমিন।
বাংলা৭১নিউজ/এম