বাংলা৭১নিউজ,ঢাকা:সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ বুধবার সকাল ৯টায় হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। এ সময় তাকে বরণ করে নেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মো. আকবর হোসেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন।
এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে বেলা সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে সোমবার বাংলাদেশ সেনাবাহিনীপ্রধানের দায়িত্ব বুঝে নেন আজিজ আহমেদ। সেনা সদর দফতরে সেনাপ্রধানের কক্ষে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তার উত্তরসূরির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
বাংলা৭১নিউজ/এসএস