বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর ফার্মগেটে আ ক ম গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে চলছে জাতীয় ফল প্রদর্শনী।
কৃষি মন্ত্রণালয় আয়োজনে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী এ জাতীয় ফল প্রদর্শনী। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী।
আজ বিকেলে রাজধানীর ফার্মগেট পুলিশ বক্স হয়ে খামারবাড়ির দিকে মিনিট দুয়েক হাঁটতেই হরেক রকমের ফলের মৌ মৌ গন্ধে মন ভরে যায়। ডান দিকে তাকাতেই চোখে পড়ে বৈচিত্রময় ফল প্রদর্শনী। ভেতর ঢুকলে চোখ আটকে যায় নানা জাতের ফল দিয়ে সাজানো ফলের পিরামিডে। ৭৫টি স্টলে দেখা মেলে ৫০ জাতের আমসহ প্রায় ১৩০ রকমের ফলের।
জাতীয় ফল প্রদর্শনীতে বাহারি ফল দেখার পাশাপাশি কেনার সুযোগও মিলছে। কেউ যদি ফলের গাছ লাগাতে বা বাগান করতে চান, প্রয়োজনীয় পরামর্শও পাচ্ছেন ফল প্রদর্শনীতে।
জাতীয় ফল প্রদর্শনীর প্রধান ফটক পার হতেই বাম পাশে চোখে পড়ে চেনা-অচেনা বিভিন্ন ফলের ছবি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্যাভেলিয়নে দেখা যায় নানা প্রজাতির আমের প্রদর্শনী। এর সামনে রয়েছে আম, কাঁঠাল, আনারস, জামরুল, নারিকেল, কলা, তরমুজ, খেজুরসহ নানা জাতের ফল দিয়ে সাজানো ফলের পিরামিড। নয়নাভিরম এই পিরামিডের সামনে দর্শনার্থীদেরও উপচেপড়া ভিড়।
প্রদর্শনীতে ফল রপ্তানিকারকদের জন্যও রয়েছে নানা তথ্য ও দিকনির্দেশনা। কীভাবে রপ্তানিযোগ্য পণ্য প্যাকেটজাত করতে হয় তার ছবি প্রদর্শন করা হচ্ছে হটেক্স ফাউন্ডেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের স্টলে ।
যাত্রাবাড়ী থেকে মেলায় আসা মোহাইমিনুল ইসলাম বলেন, ‘আজ অফিস বন্ধ থাকায় মেলায় আসলাম। এতো রকমের ফল দেশে চাষ হচ্ছে, মেলায় না এলে তা বোঝা যেত না ।’
বাংলা৭১নিউজ/সিএইস