শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জাতীয় প্রেস ক্লাবে ৭৪ জনের সদস্যপদ বাতিল, স্থায়ী সদস্য হলেন ৮৮ জন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ১৫২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের ৬২ জন সহযোগী এবং ১২ জন অস্থায়ী সদস্যের সদস্যপদ বাতিল এবং ৮৮ জন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য পদ প্রদান করা হয়েছে। গত ৪ আগষ্ট নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। গত বছরের ৩০ জুলাই ১০০ জনকে এক বছরেরর জন্য অস্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছিল যার মধ্য থেকে ৮৮ জনকে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়। একই সঙ্গে ১২ জনের অস্থায়ী সদস্যপদ বাতিল করা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে নতুন স্থায়ী সদস্যদের এবং বাতিল হওয়াদের তালিকা বৃহস্পতিবার রাতে ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো হয়।


যাদের অস্থায়ী সদস্যপদ বাতিল করা হয়েছে তারা হলেন:

সুলতানুল মোহাক্কীন বাবু (এসএম বাবু) এটিএন বাংলা, আজিজুল পারভেজ (সমকাল), মোস্তফা হোসেন চৌধুরী (আজকের কাগজ), এস এম সুমন (এটিএন বাংলা), ঈষিতা জলিল (বাসস),আবদুল্লাহ ফেরদৌস (ইনকিলাব), আহমেদ করিম (আমার দেশ), আসাদুজ্জামান বাবুল (আমার কাগজ), এরফানুল হক নাহিদ (আজকালের খবর), আবু ফাত্তাহ (ইত্তেফাক), আজমল লুৎফা খানম (দৈনিক পত্রিকা) এবং ফজলুল হক রানা (আমার কাগজ)।


অস্থায়ী থেকে নতুন স্থায়ী সদস্যরা হলেন:

মো. হাসানুল্লা খান রানা (সমকাল), রুমি নোমান (এটিএন বাংলা), কাজল হাজলা (যুগান্তর০, সুলতানা রহমান (এনটিভি), মোশতাক হোসেন (ভোরের ডাক), কিশোর কুমার সরকার (ডেসটিনি), মো. আজম সরোয়ার চৌধুরী (যুগান্তর), মো. রেজাউল করিম (ইত্তেফাক), তারেক আল নাসের (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ফারাজী আজমল হোসেন (ইত্তেফাক), ডালিয়া জামান চৌধুরী (সমকাল), ফারুক তালুকদার (করতোয়া), ইয়াসিন কবির জয় (জনকণ্ঠ), আহমেদ দীপু (যুগান্তর), এহসানুল হক (কালেরকণ্ঠ), জহিরুল ইসলাম মামুন-জ.ই মামুন (এটিএন বাংলা), মো. সুমন ইসলাম (আমার দেশ), এ কে এম সাখাওয়াত হোসেন (সংবাদ), সনৎ নন্দী (খবর), কল্যাণ সাহা (চ্যানেল আই), মোস্তফা কামাল (ইউএনবি), বরুণ ভৌমিক নয়ন (আল-আমিন),

খন্দকার আতাউল হক (নওরোজ), এস এম আবু সাঈদ (দৈনিক আজকের সংবাদ), সৈয়দ আফজাল হোসেন (নিউনেশন), কাঞ্চন কুমার দে (ডেসটিনি), কমলেশ রায় (সকালের খবর), মো. রফিকুল্লাহ (আমাদের অর্থনীতি), তরুণ তপন চক্রবর্তী (ডেইলী সান), অনীল সেন (ডেসটিনি), মো. মফিজুল ইসলাম (সচিত্র প্রতিবেদন), মো. মুজিবুর রহমান জিতু (বাসস), মো. শাহজাহান মিঞা (শীর্ষ নিউজ), তারিক মাহমুদ খান-নঈম তারিক (দেশ টিভি), রহমান মোস্তাফিজ (যমুনা টিভি), তানিয়া রহমান (একুশে টিভি), মো. সিদ্দিকুর রহমান (মানবকন্ঠ)শাহনাজ শারমিন (দীপ্ত টিভি), এম ফসিউদ্দিন মাহতাব (সমকাল), সাকি আহসান (সংবাদ),

জামিল বিন সিদ্দিক (কালেরকণ্ঠ), মো. ওবায়দুল গনি (বাসস), মাহফুজা জেসমিন (বাসস), দীপক কুমার আচার্য (ইন্ডিপেন্ডন্ট), শফিকুল ইসলাম ইউনুস (পাক্ষিক ঢাকা), রীতা ভৌমিক (যায়যায়দিন), শেখ সুমন মাহবুব (যায়যায়দিন), নাজমুল ইমাম (মানবজমিন), রফিকুল ইসলাম আজাদ (ইন্ডিপেনডেন্ট), হুমায়ন হাসান (ইনকিলাব), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আলমগীর মোহাম্মদ রঞ্জু (এটিএন নিউজ), নূরুল ইসলাম খোকন (সমকাল), শাহনাজ শারমীন রিনভী (বাংলাভিশন), এস এ এ মাহফুজুর রহমান (ইউএনবি), মো. শহীদুল ইসলাম (বিপ্লব শহীদ) চ্যানেল২৪, আবুল মারুফ সুবর্ণ (ডেইলি স্টার),

শরীফুল হক পাভেল (দৈনিক নওরোজ), হুমায়ুন কবীর ভূঁইয়া (ইউএনবি), তাবিবুর রহমান তালুকদার (আরটিভি), মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী (বাসস), মুহাম্মদ জামাল হোসেইন (শেখ জামাল) ইনকিলাব, সিরাজুল ইসলাম (দিনকাল), মো. ফরিদ উদ্দিন আহমেদ (মানবজমিন), হামিদুল হক মানিক (দিনকাল), সাইদুর রহমান (ইন্ডিপেনডেন্ট), ফাহিম আহমেদ (এনটিভি), নাঈম-উল-করিম (সিনহুয়া), মো. জাহাঙ্গীর আলম (ইউএনবি), সাখাওয়াত হোসেন (নিউএজ), ফিরোজ মান্না (জনকণ্ঠ), মজিবুর রহমান (জনকণ্ঠ), মাহবুর রশিদ (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), আসিফুল হুদা (দিনকাল), আজাদ মজুমদার (নিউএজ),

মাহমুদুল হক জাহাঙ্গীর (ইনকিলাব), মাহবুবুল আলম (যায়যায়দিন), আবু তাহের মোস্তাকিম (এটিএন বাংলা), ইদ্রিস মাদ্রাজী (নয়া দিগন্ত), গোলাম সাহানী (বাসস), মো. বশির হোসেন মিঞা (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), শাহরিয়ার জামান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), রফিক উল্লাহ (যুগান্তর), খোকন বড়ুয়া (নয়া দিগন্ত), মেজবাহ আহমেদ (জিটিভি), এ কে এম বাকী বিল্লাহ (সংবাদ), মশিউর রহমান রুবেল (জনতা), আহসান উল্লাহ (জনতা), মো. মোশারফ হোসেন (প্রভাত)।


অন্যদিকে সহযোগী সদস্যপদ বাতিল হয়েছে যাদের তারা হলেন:

১। জনাব মোহাম্মদ আফজাল হোসেন ২। জনাব এ.এফ এম নূরুল ইসলাম ৩। জনাব ফারুক আলমগীর ৪। জনাব জমায়েত আলী ৫। সৈয়দ বদরুল হক ৬। জনাব শাহজাহান ফারুক ৭। জনাব মোঃ খলিলুর রহমান ৮। জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ৯। ড. মোঃ গোলাম মুস্তাফা ১০। জনাব এম তোফাজ্জল হোসেন ১১। হাশিমা গুলরুখ ১২। জনাব পব্লিউ আর তৌহিদ ১৩। জনাব এম হায়দার চৌধুরী ১৪। জনাব ফয়েজ আহমেদ ১৫। জনাব সন্তোষ কুমার দত্ত ১৬। দিলারা জলি ১৭। জনাব একেএম এনায়েত উল্লাহ ১৮। জনাব আ বা ম ছালাউদ্দিন ১৯। জনাব মাহমুদুর রহমান ২০। জনাব মোঃ আবদুর রহমান ২১। জনাব মোঃ আবু হোসেন ২২। জনাব আ. ব. ম. আবদুল মতীন ২৩। জনাব শাহ আবদুল হালিম ২৪। জনাব আতাউর রহমান ২৫। জনাব আবদুল মান্নান

২৬। জনাব মোহাম্মদ আবদুল ওয়াহিদ ২৭। সৈয়দ আহমেদ কবির উদ্দিন ২৮। জনাব ফারুক এ চৌধুরী ২৯। জনাব হারুন উর রশিদ ৩০। জনাব একেএম হানিফ ৩১। জনাব ইফতেখার হোসেন ৩২। জনাব আজম খান ৩৩। জনাব ওবায়দুল্লাহ আল জাকির ৩৪। জনাব এ,এইচ এম আবদুল্লাহ ৩৫। জনাব মোহাম্মদ বদরুল আহসান ৩৬। জনাব সালাহউদ্দিন আকবর ৩৭। জনাব মাহবুবুল আলম ৩৮। জনাব আলগমীর রহমান ৩৯। জনাব মনজুর কাদের ৪০। জনাব শাহজাহান চৌধুরী ৪১। কাজী আলী রেজা ৪২। জনাব মাহফুজুর রহমান ৪৩। জনাব মহিউদ্দিন আহমেদ (বাহার) ৪৪। জনাব এটিএম আনিসুর রহমান ৪৫। কাজী নুরুল কবীর

৪৬। জনাব শুভাশিস প্রিয় বড়–য়া ৪৭। জনাব আবুল মনজুর ৪৮। জনাব এনায়েতুর রহমান ৪৯। জনাব মোঃ মোয়াত্তের ৫০। জনাব আবু জাফর মোঃ ইকবাল ৫১। জনাব মীর মোঃ ইমাম হোসেন ৫২। জনাব মোঃ বানিজুর রহমান খান ৫৩। জনাব মীর মোহাম্মদ মোরশেদ ৫৪। ড. রিজিয়া জোবেদ ৫৫। জনাব আহমদ মুনির হোসেন ৫৬। জনাব মোঃ আবদুস সাত্তার মিয়াজী ৫৭। জনাব আবদুর রহিম ডালিম ৫৮। জনাব মীর মোকাম্মেল আহছান ৫৯। জনাব মনোয়ার হোসেন ৬০। জনাব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন ৬১। জনাব তানবীর উল ইসলাম (কাজল সিদ্দিকী) ৬২। জনাব শারমীনা নার্গিস।

বাংলা৭১নিউজ/আরএভি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com