বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শনিবার মিনি ম্যারাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
প্রতিযোগিতা শেষে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের সত্ত্বাধিকারী তরফদার রুহুল আমিন।
এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত ও ক্লাবের জেষ্ঠ্য সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বাসসের সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার উদ্দিন।
বাংলা৭১নিউজ/এসএস