বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’-এ শ্লোগানকে সামনে নিয়ে শতভাগ ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, ওসি তদন্ত মামুন হোসেন, শিক্ষা অফিসার দীপক কুমার গোস্বামীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।
বাংলা৭১নিউজ/জেএস