বাংলা৭১নিউজ, ঢাকা : জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়া সিঁড়ি হবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না। আমরা নিজেরাই ক্ষমতায় যাব। এজন্য ঐক্যবদ্ধ হতে হবে, গ্রামে-গঞ্জে সব মানুষের কাছে যেতে হবে।’
তিনি বলেন, ‘অনেকে জাতীয় পার্টিকে নিয়ে কটূক্তি করে। দলের চেয়ারম্যান পাঁচ পাঁচটি আসনে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন জাতীয় পার্টি কোনো ফেলনা দল নয়। আমাদের ছোট করে দেখার অবকাশ নেই।’
দলের চেয়ারম্যান এইচএম এরশাদের মামলা প্রত্যাহার বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘উনার মামলাগুলো নিয়ে আমরা কথা বলছি। মামলাগুলো আমরা প্রত্যাহার চাই। আমরা শক্তি সঞ্চয় করতে পারলে অবশ্যই মামলা প্রত্যাহার হবে।’
দেশের বর্তমান অবস্থা ভালো নয় উল্লেখ করে বক্তব্যের এক পর্যায়ে তিনি স্লোগান ধরেন- ‘এই মুহূর্তে দরকার, এরশাদ সরকার।’
মহাসমাবেশে দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এন