জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টি পরিচালনা করা হচ্ছে। আমাদের পার্টিতে কোনো বিভেদ নেই। বাইরের কারও কথায় বিভ্রান্ত হবেন না। যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো যুক্তি নেই।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে পার্টি ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে চুন্নু বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। তিনি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না- এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই। কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতাও নেই।’
তিনি বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’
বাংলা৭১নিউজ/এসএম