শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

জাতীয় ঈদগাহে নামাজ পড়ে উচ্ছ্বসিত নারীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ১০২ বার পড়া হয়েছে
জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিরা

বাংলা৭১নিউজ ডেস্ক: ভেদাভেদ ভুলে মিলেমিশে আনন্দ করার আহ্বান জানিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের এই জামাত অনুষ্ঠিত হয়।

এবার জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে ৮৪ হাজার পুরুষ মুসল্লির পাশাপাশি পাঁচ হাজার নারী মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহে এসে নামাজ পড়তে পেরে উচ্ছ্বসিত নারীরাও। এছাড়া,বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ঈদের নামাজে অংশ নিয়েছেন নারীরা।

জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ধর্মমন্ত্রী মতিউর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষেরা ঈদের প্রধান জামাতে অংশ নেন।

শিক্ষাভবনের উল্টো পাশে ঈদগাহে নারীদের জন্য আলাদা গেট রাখা হয়। আগে থেকেই ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্যকিছু না আনার নির্দেশনা ছিল ঢাকা মহানগর পুলিশের। এরপরও যারা বড় ভেনিটি ব্যাগ নিয়ে এসেছেন তাদের পড়তে হয় বিড়ম্বনায়। নামাজে অংশ নিতে বাধ্য হয়েই ব্যাগ ফেলে দিয়ে প্রবেশ করেন ঈদগাহে।

জাতীয় ঈদগাহে নারীদের অংশ গ্রহন ছিল ব্যাপক

জাতীয় ঈদগাহে নারীদের অংশ গ্রহন ছিল ব্যাপক

এক বছর বয়সী কন্যা নাঈমাকে নিয়ে লালবাগ থেকে জাতীয় ঈদগাহে এসেছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসতাম বাবার সঙ্গে। এখন মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে এসেছি। ঈদগাহে ঈদের নামাজ পড়ার আনন্দটা ভিন্ন রকমের। এটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না।’

প্রথমবারের মতো দুই মেয়ে আর মাকে নিয়ে ঈদের নামাজ পড়তে এসেছেন মরিয়ম আক্তার। তিনি বলেন, ‘মায়ের ইচ্ছে ছিল জাতীয় ঈদগাহে নামাজ পড়ার। মেয়েরাও তাদের নানুর সঙ্গে আসতে চাইলো। তাই তাদের নিয়ে এবারই প্রথম ঈদগাহে আসলাম। এখানে এসে ভীষণ ভালো লাগছে। এত নারী অংশ নেন জানা ছিল না। সবার সঙ্গে নামাজ পড়লাম, মেয়েরাও অনেক খুশি।’

মিরপুর থেকে ভাই আর ভাবির সঙ্গে ঈদগাহে এসেছেন নাজনীন সুলতানা। ঈদগাহে নামাজ শেষে মোবাইলে উচ্ছ্বসিত হয়ে সেলফি তুলছিলেন তিনি। নাজনীন বলেন, ‘মেয়েদের জন্য আমাদের দেশে ঈদের নামাজ পড়ার সুযোগ কম। ঢাকায় ভাইয়ের বাসায় বেড়াতে এসে সেই সুযোগটা পেলাম।’

ঈদগাহের ব্যবস্থাপনা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, ‘এবারের ঈদ জামাত নির্বিঘ্ন রাখতে দুই লাখ ৭০ হাজার ২৭৭ দশমিক ৭৫ বর্গফুট বৃষ্টি প্রতিরোধক ত্রিপল লাগানো হয়। এছাড়া ৩১ হাজার ২৬৩ দশমিক ৬১ বর্গফুট সামিয়ানা, ১০০টি ফুলের টব, টিউব বাতি ৭০০টি, বড় ধরনের বৈদ্যুতিক বাতি ১০০টি, স্ট্যান্ড ফ্যান ১০০টি, সিলিং ফ্যান ৭০০টি, ৬০টি জায়নামাজ, প্রবেশ পথে বাঁশ দিয়ে তৈরি ২ হাজার ২৯৬ দশমিক ২ ফুট লাইন, ৫৪০ বর্গফুট ডিজিটাল ব্যানার, ২টি ডিসপ্লে বোর্ড ও ভিআইপিদের জন্য ১০টি এয়ারকুলারও ছিল। ঢাকা ওয়াসা পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে । এছাড়া বসানো হয় বজ্রপাত নিরোধক উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাওয়ার।’

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে রয়েছে পাঁচটি ঈদ জামাত। যার মধ্যে প্রথমটি সকাল ৭টা, দ্বিতীয়টি সকাল ৮টা, তৃতীয়টি সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ১০টায় চতুর্থ এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমেও নারীদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল প্রতিবারের মতো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com