বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশের দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন সোমবার অনুষ্ঠিত হলেও নির্বাচনের আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী সাংসদরা তাদের পদমর্যাদা এবং ক্ষমতা ধরে রাখতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক সীমা জামান বলেন, বাংলাদেশের সংবিধানে সংসদীয় পদ্ধতিতে যে নির্বাচনের কথা বলা আছে সে অনুযায়ী এই সংসদের শেষ অধিবেশনের ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
মিজ. জামান জানান, নির্বাচনের প্রয়োজনে সংসদ মুলতূবি করা হলেও সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হয়নি।
“এখানে কোথাও বলা নাই নির্বাচনের আগে সরকার বা মন্ত্রীদের পদত্যাগ করতে হবে”, বলেন মিজ. সীমা জামান।
এখন যারা সাংসদ আছেন তারা পরবর্তী সংসদ নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদ সদস্যই থাকবেন বলছেন মিজ. জামান।
নির্বাচনকালীন সময়ের মধ্যে সংসদ অধিবেশন বসতে পারে কী না, এ প্রশ্নের জবাবে মিজ জামান জানান জাতীয় কোনো জরুরি অবস্থার ক্ষেত্রে আবার সংসদ বসতে পারে। এবিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
বাংলা৭১নিউজ/এস এইস