শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

জাতীয় প্রেস ক্লাবে কে জি মোস্তফার জানাজা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৯ মে, ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে

সাংবাদিক ও গীতিকার কে জি মোস্তফার জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) বাদ জোহর প্রেস ক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হয়।

জানাজায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালীন নোমানীসহ সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, কে জি মোস্তফা অত্যন্ত বিনয়ী ছিলেন। তার মধ্যে সেবার মানসিকতা ছিল। তিনি প্রায়ই জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং তার সঙ্গে আমার কথা হতো।

জাতীয় প্রেস ক্লাবে কে জি মোস্তফার জানাজা

কে জি মোস্তফার ছোট ছেলে খন্দকার রউফুল হাসান বলেন, আমার বাবা আপনাদের কাছে কোনো খারাপ ব্যবহার করে থাকলে ক্ষমা করে দিবেন। আর তার জন্য দোয়া করবেন।

প্রেস ক্লাবের সহ-সভাপতি কবি হাসান হাফিজ বলেন, আমরা কে জি মোস্তফা ভাইকে সম্মান দিতে পারি নাই। এর জন্য তার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

জানাজা শেষে জাতীয় প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতারা কে জি মোস্তফার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। আজ দুপুরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবে কে জি মোস্তফার জানাজা

এর আগে রোববার (৮ মে) রাত ৮টার দিকে নিজ বাসায় অসুস্থবোধ করলে কে জি মোস্তফাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সোমবার সকালে আজিমপুরে তার প্রথম জানাজা হয়।

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে কে জি মোস্তফার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষানবিশ হিসেবে ১৯৫৮ সালে তার হাতেখড়ি দৈনিক ইত্তেহাদে।

‘তোমারে লেগেছে এত যে ভালো…’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন…’— এমন অসামান্য জনপ্রিয় সব গানের গীতিকার কে জি মোস্তফা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com