রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সেই শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করলেন হিটু শেখ পাকিস্তানে সংঘর্ষে ২ সেনা ও ৯ সন্ত্রাসী নিহত প্রকাশিত হলো আসিফ মাহমুদের ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল বিএনপি শিক্ষা নেয়নি, দলটি নিশ্চিত বঙ্গোপসাগরে ডুববে শীর্ষ সন্ত্রাসী ইমনের সেকেন্ড-ইন-কমান্ড এজাজ মারা গেছেন ধর্ষণের পরিবর্তে ‘নারী নির্যাতন’ লেখার অনুরোধ ডিএমপি কমিশনারের ঈদ কবে, কী বলছে আবহাওয়া অধিদপ্তর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী লীগ নেতাসহ ৩০ জন গ্রেফতার ‘মেড ইন ইন্ডিয়া’ লিখে পুরোনো পাঞ্জাবি বিক্রি, ২ লাখ টাকা জরিমানা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৩ উপদেষ্টা মাহফুজের সেই মন্তব্যে যা বলল হেফাজত উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ নতুন সংবিধান দিয়ে শহিদদের রক্তের বদলা নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিব সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।

সংস্কারের কথা সবার আগে বিএনপি বলছে মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, সংস্কার অবশ্যই করতে হবে। কিন্তু সেই সংস্কার যাতে দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো, সংস্কারগুলো করে ফেলা। তারপর দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।

নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?

এর আগে দুপুর ১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতাদের আসতে দেখা যায়।

বৈঠক আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com