বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব ‘বিক্রির’ ঘোষণা দিলেন ট্রাম্প বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, স্কোর ২১৭ বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার দেশের অর্থনীতি কামব্যাক করেছে : প্রেস সচিব ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব ভোরে পুলিশের টহল কার্যক্রম হঠাৎ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন : শফিকুল আলম আসিফ-মাহফুজও পদত্যাগ করবেন কিনা, যা জানালেন নাহিদ দেশে ওষুধ গবেষণায় নতুন যুগের সূচনা নোমানের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক ৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি ঋণ গ্রহণ, দেশত্যাগে নিষেধাজ্ঞা আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ কারাগার থেকে পালিয়েছে আবরার হত্যার আসামি, বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ কালীগঞ্জে ৭ কৃষকের কোটি টাকার পানের বরজ পুড়ে ছাই স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার জাতিসংঘে তিনটি প্রস্তাব আনা হয়, যেখানে যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে সংঘাতের অবসান চাওয়া হয়। এই প্রস্তাবে ইউক্রেন আক্রমণ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দার আহ্বান জানানো হয়। তবে তাতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র।

ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইউরোপীয় মিত্রদের মতবিরোধ দেখা দিয়েছে।

এর আগে মস্কোর আগ্রাসনকে চিহ্নিত করে এবং অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ইউক্রেন একটি প্রস্তাব আনে। প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে একজোট হয়ে ভোট দেয়।

এরপর ফ্রান্সের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করায় বিকল্প একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই একটি বিকল্প প্রস্তাব হিসেবে উপস্থাপন করেছিল যেখানে ইউরোপীয়রা সংশোধনী হিসেবে রাশিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করার বিষয়টি যুক্ত করে।

জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথমে ৯৩-১৮ ভোটে ইউক্রেনের প্রস্তাব অনুমোদন করে, যেখানে ৬৫টি দেশ ভোটদানে বিরত থাকে। এই ফলাফল ইউক্রেনের প্রতি কিছুটা কমে আসা সমর্থনকে প্রতিফলিত করে, কারণ আগের ভোটে ১৪০টিরও বেশি দেশ রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহার ও ইউক্রেনের চারটি অঞ্চল সংযুক্তির প্রত্যাহারের দাবি করেছিল।

পরে ফ্রান্স তিনটি সংশোধনী প্রস্তাব করে, যা ইউরোপের একাধিক দেশের সমর্থন পায়। এই সংশোধনীগুলোতে উল্লেখ করা হয় যে, এই সংঘাত রাশিয়ার দ্বারা ইউক্রেনের ‘পূর্ণ মাত্রার আক্রমণের’ ফলাফল। এগুলো ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সাধারণ পরিষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়।

রাশিয়াও একটি সংশোধনী প্রস্তাব করে, যাতে সংঘাতের ‘মূল কারণগুলো’ নিরূপণ করার আহ্বান জানানো হয়।

সব সংশোধনী পাস হয় এবং সংশোধিত প্রস্তাবটি ৯৩-৮ ভোটে গৃহীত হয়, যেখানে ৭৩টি দেশ ভোটদানে বিরত থাকে। ইউক্রেন ‘হ্যাঁ’ ভোট দেয়, যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে, এবং রাশিয়া ‘না’ ভোট দেয়।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেন- জেলেনস্কি যদি দ্রুত আলোচনা করে যুদ্ধের সমাপ্তি ঘটাতে না পারেন, তাহলে তার দেশ শাসনের মতো অবস্থায় থাকবে না। এর জবাবে জেলেনস্কি বলেন, ট্রাম্প রুশ প্রচারযন্ত্রের ‘ভুল তথ্যের জগতে’ বাস করছেন। 

সূত্র: ওয়াশিংটন পোস্টকিয়েভ ইন্ডিপেন্ডেন্টসিবিএস নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com