মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎবার্ষিকী আজ উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৪৭৩৫ চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

জাতিসংঘের দাওয়াতেই মির্জা ফখরুল গিয়েছিলেন-ব্যারিস্টার মওদুদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৯৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: জাতিসংঘের দাওয়াতেই বিএনপির মহাসচিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সেখানে মির্জা ফখরুল দেশের বাস্তব অবস্থা তুলে ধরেছেন বলেও তিনি জানান।

আজ শনিবার দুপুরে ব্যারিস্টার মওদুদ তাঁর ছোট ছেলে আমান মওদুদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে পল্লীকবি জসিম উদদীনের বাড়িতে যান। সেখানে আমান মওদুদের কবর জিয়ারত করেন এবং জসিম সংগ্রহশালা ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির মহাসচিবকে জাতিসংঘ থেকে দাওয়াত দেওয়া হয়নি, তিনি নিজেই গিয়েছিলেন এমন সমালোচনার উত্তরে মওদুদ আহমদ বলেছেন, ‘আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এটাতে কোনো রকমের প্রশ্ন তোলাটা ঠিক না। যারা এই প্রশ্ন তুলছেন, তারা হয় অজ্ঞ, না হলে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন। জাতিসংঘ থেকে জাতিসংঘের মহাসচিব তাদের ঢাকাস্থ অফিসের মাধ্যমে এই দাওয়াত পাঠিয়েছেন এবং সেই দাওয়াতেই আমাদের মহাসচিব জাতিসংঘে গেছেন এবং জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। বাংলাদেশের বাস্তব অবস্থা কি সেটা তুলে ধরেছেন।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এখন যে নির্বাচনকালীন সরকারের কথা বলছে, তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কিছু নেই। কেউ বলতে পারবে না, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু আছে। ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই আইনটা ১৯৯৬ সালে পাস করা হয়েছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে এই সরকার সেই অন্তর্বর্তীকালীন যে নিরপেক্ষ সরকারের ব্যবস্থা ছিল সেটি তারা বাতিল করে দিয়েছে। এখন তারা এই যে বলছে, নির্বাচনকালীন সরকার হবে। এটা সম্পূর্ণভাবে পলিটিকাল ব্লাফ। এটার মানে, মানুষকে প্রতারণা করা। বিভ্রান্তির সৃষ্টি করা। মানুষের মনে প্রশ্ন তুলে আনা।’

এ সময় তাঁর সঙ্গে স্ত্রী হাসনা মওদুদ (পল্লীকবির বড় মেয়ে), পল্লীকবির ছোট ছেলে খুরশিদ আনোয়ার জসিম উদদীন, বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জোহরের নামাজের পর আমান মওদুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী  উপলক্ষে পল্লীকবির বাড়ির উঠানে মিলাদ মাহফিল, কোরআন খতম ও দোয়া করা হয়।  সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com