বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জলবায়ু পরিবর্তনের ঝুকি প্রভাব মোকাবেলায় চাহিদা সমূহ চিহিৃত করন বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট আয়োজনে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শামসুল আলম মিয়া।
বাংলাদেশ বেতার বাউফল প্রতিনিধি অধ্যাপক মো: সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরাফাত হোসেন, প্রানী সম্পাদ কর্মকর্তা ডা তরুণ কুমার সিকদার, বাউফল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: অহিদুজ্জামান ডিউক ও সাংবাদিক সাইফুল ইসলাম।
কোস্ট ট্রাস্ট জেলা টিম লিডার মো: আবুল হোসেন অনুষ্ঠানের শুরুতেই জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবেলা ও প্রাক বাজেটের উপর মাল্টি মিডিয়া প্রেজেন্টশন করেন। প্রাক বাজেট আলোচনায় উপজেলার সরকারী দাপ্তরীক কর্মকর্তাসহ বিভিন্ন জনপ্রতিনিধি, ইউপি সচিব, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ অংশ গ্রহন করেন।
বাংলা৭১নিউজ/জেএস