নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান (৫২) ও লিটন আহমেদ (৩৭) দুই জনের মৃত্যু হয়েছে। তারা দুজন সর্ম্পকে চাচাতো ভাই।
শুক্রবার (৭ জুলাই) রাত ৮ টার দিকে জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার আমেরতল গ্রামে একটি মুরগীর খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান জলঢাকা উপজেলার খালিশা খুটামারা তহশিলদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে ও লিটন আহমেদ একই উপজেলার টেঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুল শিক্ষক কামরুজ্জামানের মুরগীর খামারে কাজ করেন আনিছুর রহমান। শুক্রবার সন্ধ্যায় খামারের ঘরে পড়ে থাকা তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে বাচাঁতে এগিয়ে এসে চাচাতো ভাই লিটনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশেপাশের লোকজন দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করলেও আনিছুর ঘটনাস্থলে ও লিটন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচবি