বাংলা৭১নিউজ, ডেস্ক: সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের আসন্ন মহড়ার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রাশিয়া বলেছে, এ জাতীয় মহড়ার মাধ্যমে উদ্দেশ্যে প্রণোদিতভাবে ককেশীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ সব কথা বলা হয়েছে। এতে আরো অভিযোগ করা হয়, ওয়াশিংটন ও তার মিত্ররা প্রকাশ্যেই তিবলিসের প্রতিশোধপরায়ণ অভিলাষের প্রতি সমর্থন দিচ্ছে। ফলে অস্থিতিশীলতা আরো বাড়ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নোবেল পার্টনার ২০১৬ নামের ন্যাটোর সামরিক মহড়া চলতি মাসের ১১ তারিখে শুরু হয়ে দু’সপ্তাহ চলবে। ন্যাটো রেসপন্স ফোর্স বা এনআরএফ নামে পরিচিত সামরিক জোটটির দ্রুত সাড়া প্রদানকারী বাহিনীতে যোগ দেয়ার জন্য জর্জিয়ার বাহিনীকে প্রস্তুত করে তোলাই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।
মহড়ায় যোগ দেয়ার জন্য এরই মধ্যে মার্কিন আটটি আব্রাহাম ট্যাংক এবং সাতটি ব্রাডলি সাঁজোয়া গাড়িসহ সামরিক সরঞ্জাম জর্জিয়ায় মোতায়েন করা হয়েছে। এ গুলো এখন তিবলিসের উপকণ্ঠে একটি সেনা ঘাটিতে অবস্থান করছে।
বাংলা৭১নিউজ/এসএম