বাংলা৭১নিউজ,ডেস্ক:জম্মু কাশ্মীরে রাতভর এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি। সেইসাথে এক পুলিশকর্মীও মারা গেছে। সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনীর ওপর জঙ্গি হামলা করতেই এই গুলির লড়াই শুরু হয়।
এক সিনিয়র পুলিশকর্মী জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় শ্রীনগরের উপকণ্ঠে পান্থচৌকে পুলিশ সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে জঙ্গিরা একটি চেকপোস্টে হামলা করে। তৎক্ষণাৎ তাঁদের পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। এরপর জঙ্গিরা পালানোর চেষ্টা করলে, তাঁদের পিছু নেয় বাহিনী।
কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, গুলির লড়াইয়ের শুরুতেই স্পেশ্যাল অপারেশন গ্রুপের এক অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর শহিদ হন। এরপর রাতভর এনকাউন্টারের পর রবিবার সকালে গুলির লড়াই শেষ হয়। এতে তিন জঙ্গি নিহত হয়।
উল্লেখ্য, গত ৩৬ ঘন্টায় এটি কাশ্মীরে তিন নম্বর বড়সড় এনকাউন্টার। শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সকাল অবধি এই এনকাউন্টারগুলিতে মোট ১০ জঙ্গিকে খতম করা হয়েছে।
শনিবার সেনাবাহিনীর হাতে খতম হয় তিন জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এই এনকাউন্টার চলে। ওইদিনের এনকাউন্টারে এক জওয়ান আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। দক্ষিণ কাশ্মীর জেলার যাদুরা এলাকায় গভীর রাতে জঙ্গি দমন অপারেশন শুরু করতেই শুরু হয়েছিল ব্যাপক সংঘর্ষ।
বাংলা৭১নিউজ/সূত্র: কলকাতা অনলাইন